নিষেধাজ্ঞা শেষ। এখন অপেক্ষা মুক্ত সাকিবকে বরণ করে নেয়ার।

 এক মাস যুক্তরাষ্ট্রে কাটালেও ফিটনেস নিয়ে সমস্যা হবে না সাকিব আল হাসানের। এমনটাই বিশ্বাস তার দীর্ঘদিনের কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। মাঠে আগের উদ্যম নিয়েই ফিরবেন এক সময়ের বিশ্বসেরা এই অলরাউন্ডার। দেখা যাবে তার সেরা ফর্মে।


টি-২০ আসরের আগে হবে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। ক'দিন আগে প্রেসিডেন্টস কাপ শেষ হলেও, বিশ্রাম নেয়ার সুযোগ নেই ক্রিকেটারদের। ঐচ্ছিক অনুশীলনে নেমেছেন অনেকেই। একই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে সাকিবকেও। গেলো একমাস যুক্তরাষ্ট্রে কাটালেও ফিট সাকিবেরই দেখা পাওয়া যাবে, বিশ্বাস তার কোচের। 


মোহাম্মদ সালাউদ্দিন বলেন, মানসিকভাবে সে সব সময় চাঙ্গা থাকে। সেটা খারাপ পরিস্থিতি হোক বা ভালো। সবশেষ এখান থেকে অনুশীলন করে গিয়েছিলো তখন খুব ভালো শেপে ছিলো। আমেরিকায় কিছু করেছ কিনা গুরুত্বপূর্ণ। ফিটনেস থাকাটাই গুরুত্বপূর্ণ। কয়েকদিন অনুশীলনের সুযোগ পাবে। স্কিল আগের মত চলে আসবে। আরো জানুন...

No comments

Powered by Blogger.